অধিবেশন শুরুর ৯০ দিনেও সংসদে না গেলে শূণ্য হবে আসন

    জাতীয় মেইল : আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের স্পিকার
    ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ গ্রহণের জন্য ২৯৮ আসনে নির্বাচিতদের গেজেট ইতিমধ্যে সংসদ সচিবালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

    শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। আর সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে কোনো নির্বাচিত সদস্য শপথ না নিলে সেই আসনটি শূন্য হবে।

    বুধবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

    বিএনপির নির্বাচিত এমপিরা শপথ না নিলে আইনি প্রক্রিয়া কী হবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর ৩০ দিনের মধ্যে নতুন সংসদের অধিবেশন বসবে। তার ৯০ দিনের মধ্যে যদি কেউ শপথ না নেন বা কোনো প্রকাশ রেসপন্স না করেন, তখন সংসদ সচিবালয় থেকেই এই পদটি শূন্য ঘোষণা করা হবে।

    বিএম/ রাজীব..