সরকারি সম্পদ ও ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

    পটিয়ায় বই বিতরণ উৎসবে বিভাগীয় কমিশনার মান্নান

    সনজয় সেন.পটিয়া চট্টগ্রাম . চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেছেন, সরকারি সম্পদ ও ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তাছাড়া বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ও বীরকণ্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে অনুস্মরণ করে প্রতিটি নারীকে এগিয়ে যেতে হবে।

    বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বিরল এক মহিয়সী নারী। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস, জঙ্গীবাদ, রাজাকার, আলবদর ও আলসামদের বিরুদ্ধে জনগণ ব্যালেটের মাধ্যমে জবাব দিয়েছেন। গত ১০ বছর ধরে দেশের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের প্রথমদিনে ৪ কোটি ২৬ লাখ নতুন বই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে বিভাগীয় কমিশনার এই কথা বলেন।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট দানবীর লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ পরিচালক মো. সুলতান মিয়া, সহকারী পরিচালক রাশেদা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, পটিয়া সহকারী কমিশনার (ভুমি) সাব্বির আহমদ সানি, এডিপিও জহির উদ্দিন চৌধুরী, তাপস কুমার পাল, ঋষিকেশ শীল, মামুনুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, স্কুলের প্রধান শিক্ষক মো. মহিম উদ্দিন।

    আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা দানবীর লোকমান হাকিমের মত মানুষ প্রতিটি সমাজে থাকলে শিক্ষার সমস্যা হবে না বলেও বিভাগীয় কমিশনার বলেন।

    বিএম/রাজীব…