শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে মিলাদুন্নবী উদযাপন

বাংলাদেশ মেইল ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, চট্টগ্রাম এর বালক শাখা কেন্দ্রের মিলনায়তনে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং ইসলামিক সংগীত পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২০ অক্টোবর) বিকালে এ দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং লাইফস্কিল ট্রেইনার কাম জব প্লেসমেন্ট অফিসার মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন জামে মসজিদের খতিব মোহাম্মদ সরোয়ার ফরহাদ উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (স) এর জীবনী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি তাঁর নির্দেশনা সম্বলিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার, কেইস ম্যানেজার মোহাম্মদ শাহজাহান এবং হাউজ মাদার পাপ্পু আক্তার।

কেন্দ্রের নিবাসী শিশু এবং কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ইসলামিক সংগীত পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কেন্দ্রের নিবাসী শিশুদের মাঝে মিলাদের তবারক ও বিশেষ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।