বোয়ালখালীতে নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধিঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শিশু-কিশোরদের সাংস্কৃতি পরিবেশনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারী (সোমবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, ভাইচ-চেয়ারম্যান এস এম সেলিম, জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌ, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, ভাইচ চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, শফিউল আজম শেফু প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ বলেন, আজ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে। বাঙ্গালির প্রাণের দিবস একুশে ফেব্রুয়ারির তাৎপর্য বহুমাত্রিক। এ দেশের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে ভাষা আন্দোলন। ১৯৫২ সালের পর এ দেশের আপামর জনগণের অধিকার রক্ষার প্রতিটি আন্দোলনে একুশে ফেব্রুয়ারি চেতনার বাতিঘর হয়ে পথ দেখিয়েছে। এ দিনটি এ দেশের মানুষের কাছে আত্মত্যাগ ও জাগরণের অনুকরণীয় দৃষ্টান্ত। এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বোয়ালখালী পৌরসভা, বোয়ালখালী থানা, বোয়ালখালী প্রেস ক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।