নগরীর দুইশ হত দরিদ্রের মাঝে ইফতার বিতরন করেছে ক্যাটালিস্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

    বাংলাদেশ মেইল ::

    মহামারীর  করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনে কর্মহীন হয়ে পড়া  দেশের হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে চট্রগ্রাম শহরের ক্যাটালিস্ট ইনস্টিটিউটের  এক ঝাঁক তরুণ শিক্ষার্থী।

    নগরীর বিভিন্ন স্থানে ২০০ জন মানুষের মাঝে ইফতার বিতরন করেছে তারা। বায়েজিদ বোস্তামী মাজার এলাকা,নগরের ফ্লাইওভার সংলগ্ন এলাকায় হতদরিদ্র মানুষের পাশে এই ইফতার বিতরণ আয়োজন করা হয়।

    আয়োজকদের অন্যতম  তাহানুন ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বর্তমানের মহামারীর এমন কঠিন সময়ে পবিত্র মাহে রমজানের খুশি দেশের হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিতে গত বছরের ন্যায় এই বছরও ইফতার বিতরনের উদ্যোগ গ্রহণ করেছি। সব কিছু সম্ভব হয়েছে আমাদের শ্রদ্ধেয় ইসমাইল স্যারের দিক নির্দেশনায়।’