আমের মুকুল বদলে দিয়েছে প্রকৃতির রূপ

     আমের মুকুল বদলে দিয়েছে প্রকৃতির রূপ, একেকটি গাছ যেন একেকটি ফুলের বাগান।

    “ঝড়ের দিনে মামার দেশে, আম কুড়াতে সুখ;

    পাকা জামের শাখায় উঠি, রঙিন করি মুখ।”

    পল্লীকবি জসীম উদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মন ও প্রাণকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। সারা দেশের মতো সীতাকুণ্ডেও ছোট বড় সব গাছে এসেছে আমের মুকুল। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করা যায়। ছবি ও লেখা : কামরুল ইসলাম দুলু