সাজেকে শ্রমিকবাহী ড্রামট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক :::

রাঙামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রী এলাকায় শ্রমিকবাহী ড্রামট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায়  আহত হয়েছে আরও ৬ শ্রমিক। বুধবার বিকাল ৫টা ৪০মিনিটের দিকে এই দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ।

তিনি জানান, আনুমানিক বিকাল ৫টা ৪০মিনিটের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ি দিকে ফেরার পথে ১৪জন শ্রমিক ও চালক নিয়ে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে  ৬ শ্রমিক মারা গেছে। আহতদের মধ্যে আরো  তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ‘

সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান, ‘নব্বই ডিগ্রি এলাকায় দুর্ঘটনায় একটি ড্রাক ট্রাক উল্টে বেশ ৯ নিহত ও ৬ জন আহত হওয়ার খবর জেনেছি। তবে কোনো তথ্যই নিশ্চিত হতে পারছি না। কারণ ওই এলাকাটি বেশ দুর্গম।’

স্থানীয় সুত্র জানিয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে আনছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।