চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে হয়ে গেল অন্যরকম সংগীত সন্ধ্যা

    সংস্কৃতি মেইল : চট্টগ্রামের বেহালা শিল্পীদের সংগঠন ভায়োলিনিস্টস’ চট্টগ্রামের আয়োজনে নগরীর থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে হয়ে গেল অন্যরকম সংগীত সন্ধ্যা।

    শনিবার সন্ধ্যায় সংগঠনের ৮ম বর্ষ উদযাপন উপলক্ষে ছিল এই আয়োজন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” গানটি দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

    এরপর শ্রুতিমধুর বাদ্যযন্ত্র বেহালার সুরে বিভিন্ন সমবেত, একক রাগ ও বাংলা গানের বিভিন্ন ধারা উপস্থাপন করেন শিল্পীরা। প্রকৌশলী রাশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কথামালায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ প্রফেসর আনোয়ারা আলম, বিস্তারঃ চট্টগ্রাম আর্টস কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা পরিচালক আলম খোরশেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বড়ুয়া।

    বক্তারা বলেন- এই সময়ে তরুণ প্রজন্মের এতজন শিল্পী ভায়োলিন চর্চা করছে এটা আনন্দের বিষয়। সুরের মাঝে নিমগ্ন হয়ে একটি সুন্দর-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে নতুন প্রজন্ম এগিয়ে আসবে এটাই প্রত্যাশা।

    বিএম/রাজীব সেন….