উকুন তাড়াবে রসুনের পেস্ট

    লাইফস্টাইল ডেস্ক : রসুন শরীরের পাশাপাশি এটি চুলের জন্যেও বেশ উপকারি৷ যাদের চুলে অতিরিক্ত উকুন রয়েছে তারা রসুনের পেস্ট তৈরি করে চুলে লাগালে উপকারি পাবেন। জেনে নিন রসুনের সাহায্যে কিভাবে চুল থেকে উকুন তাড়াবেন।

    চুল থেকে উকুন তাড়ানোর জন্য প্রথমেই রসুনের একটি প্যাক তৈরি করতে হবে। পেস্ট তৈরি করার জন্য আট থেকে ১০ কোয়া রসুন নিন। এবার রসুন বেটে নিয়ে তাতে এক চামচ নারকেল তেল, কয়েক ফোঁটা লেবুর রস, ও আদার রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিকে মাথায় স্কাল্পে লাগিয়ে নিন। প্রায় আধ ঘণ্টা রাখার পর উষ্ণ গরম দিয়ে চুল ধুয়ে ভালো করে আঁচড়ে নিন। এইভাবে সপ্তাহে চার থেকে পাঁচ বার করলে আপনি সহজেই উকুনের সমস্যা থেকে মুক্তি পাবেন।

    সাধারণত চুলে ধুলো বালির কারণেই উকুন বাসা বাঁধে। তাই সপ্তাহে অন্তত দুইবার শ্যাম্পু করুন৷ তাহলে উকুনের সম্যা সমস্যা কোনো দিনই হবে না।

    বিএম/রনী/রাজীব