ঘুষ সম্পর্কে ইসলামের বিধান

    বিএম ডেস্ক : ঘুষ একটি সামাজিক ব্যাধি। সব আমলেই এ অভিশাপের অস্তিত্ব ছিল। বর্তমানে বাংলাদেশে এটি মহাঅভিশাপে পরিণত হয়েছে। ইসলামে ঘুষ চূড়ান্তভাবে নিষিদ্ধ। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘তোমরা অন্যায়ভাবে একে-অপরের সম্পদ ভোগ কর না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনেশুনে পাপ পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসক কর্তৃপক্ষের হাতে তুলে দিও না।’

    উপরোক্ত আয়াতে অন্যায়ভাবে অপরের সম্পদ ভোগ করার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা ঘুষের ক্ষেত্রে প্রযোজ্য। রসুল (সা.) ইরশাদ করেছেন ঘুষদাতা, ঘুষ গ্রহীতা, উভয়ের মাঝে মধ্যস্থতাকারী, সবার ওপর আল্লাহ লা’নত (আল-মুজামুল কবির লিত্তাবরানি)।

    বৈধ সুবিধা দেওয়ার ক্ষেত্রেও কেউ যদি অবৈধভাবে অর্থ বা ঘুষ আদায় করে সেটিও মহা অন্যায়। হজরত আমর ইবনুল (রা.) বর্ণনা করেন, আমি রসুল (সা.) বলতে শুনেছি যখন কোনো জাতির মাঝে সুদের ব্যাপক প্রচলন হয়ে যায় তখন তারা দুর্ভিক্ষে পতিত হয়। আর যখন তাদের মাঝে ঘুষের আধিক্য দেখা দেয়, তখন তারা শত্রুর ভয়ে ভীত হয়ে পড়ে। (মুসনাদে আহমদ-৪/২৭৫)।

    বিএম/রনী/রাজীব