ইউটিউবে গ্রামের মুক্তিযুদ্ধ

    একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জন্য একটি গৌরবময় কাল। সশস্ত্র মুক্তিযোদ্ধা,নিরস্ত্র মুক্তিযোদ্ধা সব মানুষকে নিয়ে একাত্তর। মুক্তিযুদ্ধের একটি বড় অংশ হলো গ্রাম। তবে মুক্তিযুদ্ধের সময় গ্রামের যোদ্ধারা কী করেছেন, কীভাবে যুদ্ধ করেছেন বিষয়গুলো অনেকটা অজানাই রয়ে গেছে।

    আর গ্রামের মানুষের যুদ্ধের এই বিষয় নিয়ে ইউটিউবে প্রকাশ পেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক ডকুমেন্টারি ‘গ্রামের মুক্তিযুদ্ধ’। সাত দিনে প্রায় ছয় হাজারের মতো দর্শক এটি দেখেছেন। ডকুমেন্টারিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন গবেষক আফসান চৌধুরী। গবেষণায় ছিলেন এনামুল হক ও জাকির হোসেন তমাল।

    রাজশাহী শহর থেকে সাত-আট কিলোমিটার দূরে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া গ্রামের মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদের নিয়ে ডকুমেন্টারিটি তৈরি করা হয়েছে। সেই গ্রামের ১৬ জন তরুণ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।