বৃষ্টির মধ্যে লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদ জামাত

    বৃষ্টির মধ্যে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে দেশ ও জাতির সমৃদ্ধি-শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

    বুধবার (০৫ জুন) সকাল ১১টা ১০ মিনিটের দিকে নামাজ শেষে মোনাজাত শেষ হয়। যদিও সকাল ১০টায় এখানে ঈদ জামাত শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রবল বর্ষণের কারণে সেটা সময় মতো সম্ভব হয়নি।

    শোলাকিয়ায় ছাতা ও পলিথিন মাথায় দিয়ে ঈদ নামাজ আদায় করছেন মুসল্লিরা সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি মাথায় নিয়েই মুসল্লিরা ঈদগাহে নামাজে অংশ নেন। কেউ কেউ ছাতা ব্যবহার করছেন। কারও মাথায় পলিথিন। আবার কেউ কেউ খোলা আকাশের নিচে নামাজ আদায় করেছেন।

    ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে আসতে না পাড়ায় নামাজ শুরু হতে একটু দেরি হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো.সারওয়ার মুর্শেদ চৌধুরী।

    বিএম/এমআর