কক্সবাজার ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ রোহিঙ্গা নিহত

    ঈদ আনন্দ করতে গিয়ে কক্সবাজারে রোহিঙ্গা বোঝাই পিকআপ ভ্যান খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন।

    শুক্রবার দুপুর ১২টার দিকে মেরিন ড্রাইভের কচ্চপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে ঈদ উপলক্ষে পিকআপ ভ্যানে করে ২২ জন রোহিঙ্গা কক্সবাজারে যাচ্ছিলেন। এসময় তারা গান-বাজনা ও নেচে উল্লাস করে মেরিন ড্রাইভ দিয়ে ভ্রমণ করছিলেন। কচ্চপিয়া এলাকায় পৌঁছলে সড়কে থাকা একটি ছাগলকে রক্ষা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক হতে ১৫ ফুট নীচে পড়ে যায় রোহিঙ্গা বহনকারী পিকআপটি।

    এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজন নিহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসে সদস্যরা।

    বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, পোস্ট মর্টেমের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম চলছে।

    একাধিক সূত্র জানায়, নিহত ও আহতরা সকলে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের। পিকআপ ভ্যান নিয়ে তাদের টেকনাফ বাই মেরিন ড্রাইভ টু কক্সবাজার হয়ে বস্তিতে ফেরার কথা ছিল।

    বিএম/এমআর