সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত

    বন্দুকযুদ্ধে

    সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু খালেক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এসময় বেশকিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়।

    মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বনদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক (৪৮) তার সহযোগী (২৯)।

    র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি।

    নিহত দস্যুদের লাশ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেজর সজিবুল ইসলাম।

    তিনি আরও বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে র‌্যাবের টিম সুন্দরবনের জোংড়া খালে ঢুকলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু খালেক বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। উভয়ের মধ্যে চলা ‘বন্দুকযুদ্ধে’ এ হতাহতের ঘটনা ঘটে।

    বিএম/এমআর