মেসি তিন মাস নিষিদ্ধ

    আগে থেকেই গুঞ্জন ছিল বিশ্ব গণমাধ্যমে। কনমেবলের বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন লিওনেল মেসি। অবশেষে সেই গুঞ্জনই সত্য হল। আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

    নিষেধাজ্ঞা শাস্তির সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে ৫০ হাজার ডলার (৪১ হাজার ১২১ পাউন্ড) জরিমানাও করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল।

    চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণীতে ২-১ গোলে জয়ের ম্যাচে গ্যারি মেডেলের সঙ্গে ঝামেলা পাকিয়ে ৩৭ মিনিটে লাল কার্ড দেখেন বার্সেলোনা ফরওয়ার্ড মেসি। এর পর ক্ষোপ থেকেই এ ফুটবল মহাতারকা ব্রাজিল ও কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন, ‘ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে সব ধরনের ব্যবস্থাই করে রেখেছে কনমেবল।’ পক্ষপাতিত্বের জন্য রেফারিদের বিরুদ্ধেও তুলেন অভিযোগের আঙ্গুল।

    কনমেবলের নিষেধাজ্ঞা শাস্তির বিরুদ্ধে আপিল করার জন্য সাত দিন সময় পাবেন ফুটবল জাদুকর এলএম টেন।

    নিষেধাজ্ঞা শাস্তির কারণে সেপ্টেম্বর ও অক্টোবরে চিলি, মেক্সিকো ও জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচ গুলো মিস করবেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

    আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে ২০২০ সালের মার্চে।

    বিএম/এমআর