নিখোঁজ সাংবাদিককে উদ্ধারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    নিখোঁজ সাংবাদিক এফএম মুশফিকুর রহমানকে উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে গুলশান থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

    প্রাণনাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ১১ দিন পর নিখোঁজ হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা’র সিনিয়র রিপোর্টার এফ এম মুশফিকুর রহমান।

    শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

    এরপর রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে তাকে উদ্ধারের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শিগগিরই ওই সাংবাদিককে পাওয়া যাবে।

    তিনি বলেন, ‘আমি (গুলশান বিভাগের) জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সঙ্গে কথা বলছি এবং তাকে অবিলম্বে নিখোঁজ সাংবাদিককে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। ’

    গুলশান-১ এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা শেষে বাড়ি ফেরার পথে শনিবার সন্ধ্যায় নিখোঁজ হন মুশফিকুর। পরে গুলশান থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।

    এর আগে মৃত্যুর হুমকি পাওয়ার একদিন পর ২২ জুলাই মুশফিকুর পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

    বিএম/এমআর