শহীদ কামাল উদ্দীনের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

    বাংলাদেশ মেইল : চট্টগ্রামে যথাযত মর্যাদায় শহীদ কামাল উদ্দীনের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শহীদ কামাল স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২১ আগস্ট বুধবার ব্যাপক কর্মসূচি পালিত হয়।

    বিকেলে মরহুমের গ্রামের বাড়ি পটিয়া কৈয়গ্রামস্থ পারিবারিক কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দরা। শ্রদ্ধাজ্ঞাপন করেন মহানগর আওয়ামী লীগ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের পক্ষ থেকে তারা শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়াও শহীদ কামালের কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত কামনা করেন মহানগর ছাত্রলীগ এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ।

    শহীদ কামাল উদ্দিন চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র এবং কলেজ ছাত্র সংসদে দুই বারের নির্বাচিত জিএস ছিলেন এবং নগর ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

    ১৯৮৮ সালের ১৬ আগষ্ট ছাত্রনেতা কামাল উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সিটি কলেজের একজন সহযোদ্ধার চিকিৎসার্থে রক্ত দিতে গিয়ে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ও গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ২১ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন। তৎকালীন সময়ে রাজপথ কাঁপানো সাহসী ছাত্রনেতা ছিলেন মরহুম কামাল উদ্দিন।

    শহীদ কামাল স্মৃতি সংসদ : শহীদ কামাল স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২১ আগস্ট বুধবার ব্যাপক কর্মসূচীর মধ্যে ছিল কৈয়গ্রামস্থ শহীদ কামাল উদ্দীনের কবর জেয়ারত, সিটি কলেজ প্রাঙ্গণে স্থাপিত প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, স্মরণ সভা ও সিটি কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল।

    কেন্দ্রীয় স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান লিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামশেদুল আলম চৌধুরী, মশিউর রহমান, তারেক সোলেমান সেলিম, রুহুল আমিন তপন, সাইদুর রহমান, মাকসুদুল আলম বাবুল, অহীদুল আলম, প্রফেসর নিজামউদ্দিন, আতাউল্যাহ্ চৌধুরী, শাহনেওয়াজ খালেদ, সুফিয়ান সিদ্দীকি, মাঈনুদ্দীন খসরু, শামীম আহমেদ, মোখতার আহমেদ, ফেরদৌস উল্যাহ্ বাপ্পী, সাদেক হোসেন পাপ্পু, হাসানুর রহমান, মুহাম্মদ নোমান লিটন, দিদারুল আলম, শওকত হোসাইন, মোহাম্মদ সালাহ্উদ্দিন, জহিরউদ্দিন মো. বাবর, তারেক হায়দার বাবু, মাইনুল হক লিমন, আবদুস সালাম মাসুম, মুহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসনাত বেলাল, জাফর আহমদ মুজাহিদ, তায়বুল ইসলাম তপু, মুহাম্মদ সেলিম, মোস্তাকিম আহমেদ গুড্ডু, নাছিরউদ্দিন, আফজাল জুনায়েদ জুয়েল, রফিকুল মান্নান জুয়েল, আরিফুর রহমান লিটু, আবু তাহের, রাজীব হাসান রাজন, জামশেদ সুমন, আবদুল খালেক, রাশেদ চৌধুরী, নেয়াজ মোরশেদ, মোহাম্মদ সোহেল প্রমুখ।

    নগর আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি : শহীদ কামাল উদ্দীনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। আজ বুধবার বিকেলে মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে মরহুমের কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পণ করা হয়।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর আওয়ামী লীগ নেতা হাজী মো. ইলিয়াছ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান চৌধুরী, রুহুল আমিন তপন, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুল আমিন ওয়াহিদ, মো. হোসেন কোম্পানী, মো. নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন নসু, আবুল হোসেন আবু প্রমুখ।

    নগর আ.লীগ সহ সভাপতি সুজনের পক্ষে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা : শহীদ কামাল উদ্দিনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের পক্ষ থেকে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে আজ ২১ আগস্ট বুধবার বিকাল ৪ টায় মরহুমের গ্রামের বাড়ি পটিয়া কৈয়গ্রামস্থ পারিবারিক কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

    পুস্পার্ঘ্য অর্পনের সময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাকসুদুল আলম বাবুল, মো. শওকত হোসাইন, মাইনুল হক লিমন, তারেক হায়দার বাবু, সমীর মহাজন লিটন, হাসান মো. মুরাদ, মেহেদী হাসান সনন প্রমূখ।

    দিকে পবিত্র হজ্বব্রত পালন উপলক্ষ্যে বর্তমানে মক্কা শরীফ অবস্থানরত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনও আজ পবিত্র মক্কা শরীফে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত কামনা করেন।

    চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ : নগর ছাত্রলীগের উদ্দ্যেগে শহীদ কামাল উদ্দীনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুস্পার্ঘ্য অর্পনে উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর নেতৃত্বে মরহুমের কবর জেয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

    এসময় মহানগর ছাত্রলীগের সদস্য আরাফাত রুবেল, ছাত্রনেতা আব্দুল হাবিব বাপ্পী, শুভ, অভি, আরমান সাজিদ, হাবিবুর রহমান, সাইফুল্লাহ সাঈফ, আশীষ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

    চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ : শহীদ কামাল উদ্দীনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুস্পার্ঘ্য অর্পন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

    শহীদ কামাল উদ্দিনের কবর জিয়ারত করছেন সাবেক ভিপি রাজীব হাসান রাজন, সাবেক ছাত্রনেতা মোক্তার হোসেন আরিফ, সিটি কলেজ ছাত্রলীগ নেতা আকবর হোসেন রাজন, মোহাম্মদ আলী মিঠু, আব্দুল মালেক, নিলয়, মাহিম উদ্দিন, কাজী মোসলে উদ্দিন, সাইফুল সি ইসলাম, মোহামদ্দ আকাশ প্রমুখ।

    বিএম/আরএস পি…