যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান বহিষ্কার

    বাংলাদেশ মেইল | নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে উঠে আসা নানা অনিয়ম,  কমিটি বানিজ্য ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানকে বহিষ্কার করেছে সংগঠনটি। শুক্রবার (১১ অক্টোবর) যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির প্রেসিডিয়ামের বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    যুবলীগ সূত্রে জানা যায়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে কাজী আনিসের নাম আলোচনায় আসা, গণমাধ্যমে তার নামে বিভিন্ন দুর্নীতির চিত্র উঠে আসায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ আসায় কাজী আনিসকে যুবলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডিয়াম মেম্বারদের সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

    গণমাধ্যমের বিভিন্ন সুত্র বলছে, কাজী আনিস কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে পিয়ন হিসেবে যোগ দেন ২০০৫ সালে। বেতন ছিল মাসে পাঁচ হাজার টাকা। সাত বছর পর বনে যান কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক। প্রভাবশালী নেতাদের ব্যবহার করে সামান্য বেতনের কর্মচারী থেকে বনে গেছেন কোটিপতি। দুর্নীতি-মাদকবিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে নজরদারিতে রয়েছেন তিনি। যেকোনো মুহূর্তে তিনি গ্রেফতার হতে পারেন বলে জানা গেছে।

    যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের অনুপস্থিতিতেই শুক্রবার সকাল ১০টায় বৈঠক শুরু হয়। যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করছেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

    সুত্র জানায়,  সংগঠনকে পরিশুদ্ধ করতে এবং কমিটিতে বাণিজ্যের মতো অনিয়ম রুখতে যুবলীগ বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।