আফগানে সোনার খনি ধসে ৪০ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক মেইল : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশনে সোনার খনি ধসে এ পর্যন্ত ৪০ জনের মতো প্রাণহাণি ঘটেছে। এতে আরো অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে দেশটির গণমাধ্যমে।

    রবিবার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই স্থানীয় লোকজন দেশটির কোহিস্তান এলাকার সোনার খনিটি খনন করে স্বর্ণ অনুসন্ধানের সময় এ দুর্ঘটনাটি ঘটে। যখন খনির দেয়াল ধসে পড়ে তখন আহত ও নিহতরা ভেতরেই ছিলেন।

    আফগান সংবাদমাধ্যম জানায়, সোনার খোঁজে ২০০ ফুট গভীর টানেল তৈরি করেছিলো স্থানীয় গ্রামবাসী। রোববার বেলা ১১টার দিকে ভেতরে প্রবেশ করার পরই খনিতে ধস নামে। তবে খনির দেয়ার ধসের কারণ স্পষ্ট নয়।

    প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ নাজ্জারি জানান, ‘খনির ভেতর যারা কাজ করছিলেন, তারা পেশাদার ছিলেন না। তিনি বলেন, গ্রামবাসী দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত। তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার।’

    প্রত্যেক নিহতের পরিবারকে ৬৬০ ডলার করে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার।

    বিএম/রাজীব…