ইউনিপে টু ইউ ব্যবস্থাপনা পরিচালকসহ ৬ জনের কারাদণ্ড

    আদালত মেইল : অর্থ পাচার মামলায় এমএলএম কোম্পানি ইউনিপে টু ইউয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ইমনসহ ছয় আসামিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

    আজ বুধবার ঢাকার বিশেষ জজ ৩-এর বিচারক দিলদার হোসেন এ রায় ঘোষণা করেন। প্রত্যককে কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার ৭০২ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৮৪ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।

    কারাদণ্ডপ্রাপ্ত মামলার অপর আসামিরা হলেন- ইউনিপে টু ইউয়ের বাংলাদেশের চেয়ারম্যান ও ইউনিল্যান্ডের পরিচালক শহীদুজ্জামান, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, জি এম এম জামসেদ রহমান, উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরী এবং ইউনিল্যান্ড লিমিটেডের পরিচালক এইচ এম আরশাদ উল্লাহ। এর মধ্যে মুনতাসির, জামসেদ ও আরশাদ আদালতে হাজির ছিলেন। তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। বাকি তিন আসামি পলাতক থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

    রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদুকের আইনজীবী মোশারফ হোসেন কাজল।

    আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৫ জানুয়ারি সাড়ে ১৩০০ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে ওই বছরের ২২ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দাখিল করেন।

    বিএম/রাজীব…