ডেপুটি স্পিকার শহীদ,চীফ হুইপ লিটন,চট্টগ্রামের সামশুল হুইপ

    বিএম ডেস্ক: একাদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হচ্ছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, যিনি দশম সংসদে হুইপের দায়িত্ব পালন করেছিলেন। চিফ হুইপ হচ্ছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন। দশম সংসদে ডেপুটি স্পিকার ছিলেন ফজলে রাব্বি মিয়া। অন্যদিকে দশম সংসদে চিফ হুইপ ছিলেন আ স ম ফিরোজ।বর্তমান স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বহাল থাকবেন।

    সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

    এছাড়াও জাতীয় সংসদের হুইপ হয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের ইকবালুর রহিম, খুলনা-১ আসনের পঞ্চানন বিশ্বাস এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। তাদের মধ্যে আতিউর রহমান ও ইকবালুর রহিম ১০ম জাতীয় সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন।

    গত বছরের ৩০ ডিসেম্বর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তিনবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বাধীন এবারের মন্ত্রিসভায় তারুণ্যকে প্রাধান্য দেয়া হয়েছে। ৪৭ সদস্যের মন্ত্রিসভার বেশিরভাগই নতুন। আগামী ৩০ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

    বিএম/রনী/রাজীব