রাউজানে ভবন থেকে পড়ে গুরুতর আহত নির্মাণ শ্রমিক

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন তিনতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে এক নির্মাণ শ্রমিক। শনিবার সকাল সাড়ে ৯টায় সময় সোমবাইজ্জ্যা হাট বাজারের পাশে নির্মানাধীন ‘মদিনা টাওয়ার’ এর নতুন ভবন থেকে পড়ে তিঁনি আহত হন।

    আহত শ্রমিক উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের সিকদার পাড়ার এলাকার আইয়ুব আলীর পুত্র মো. ইকবাল হোসেন (২০)।

    স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ইকবাল মদিনা টাওয়ারের নির্মাণাধীন তৃতীয় তলায় কাজ করছিল। অসাবধানতা বসত হঠাৎ ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়।

    শ্রমিক সহকর্মীরা জানায়, তিন তলায় কাজ করার সময় বাঁশ কাঠ দিয়ে তৈরী মাচান ভেঙে ইকবাল নিচে পড়ে যায়। এসময় কাজে নিয়োজিত অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইকবালের অবস্থা অশংকাজনক বলে জানায় তারা।

    নির্মাণাধীন ভবনটি টিকাদার ছিল রুবেল নামের এক ব্যক্তি। ভবনের মালিকের নাম হাশেম মেম্বার। এবিষয়ে কদলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    বিএম/এএইচ/রাজীব…