এফবিসিসিআই নির্বাচন ২৭ এপ্রিল

    বিএম ডেস্ক: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড এ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

    তফসিলে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম পাঠানোর সর্বশেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

    আগামী ৬ মার্চ প্রাথমিক ভোটার তালিকা ও প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ১৮ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের (নির্বাচিত ও মনোনীত) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।

    এর আগে গত ২৬ জানুয়ারি সংগঠনটির নির্বাচন উপলক্ষে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান হিসাবে রয়েছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার প্রফেসর মো. আলী আশরাফ। আপিল বোর্ডের চেয়ারম্যান হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিন।

    বিএম/রনী/রাজীব