তাসকিনের পরিবর্তে ওয়ানডেতে শফিউল,টেস্টে এবাদত ডাক পেয়েছেন

    বিএম ডেস্ক: নিউজিল্যান্ড সফরের ওয়ানডেতে শফিউল ইসলাম আর টেস্ট দলে এবাদত হোসেনকে নিয়েছে ক্রিকেট বোর্ড।

    চোটাক্রান্ত তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন এ দুই পেসার। মাসব্যাপী সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবেন টাইগাররা।

    বিপিএলের চলতি আসরের অন্যতম সফল পেসার শফিউল ইসলাম। রংপুর রাইডার্সের হয়ে এবার এখন পর্যন্ত ১৫ উইকেট পেয়েছেন শফিউল।

    স্লগ ওভারে কম খরুচে আর নিয়ন্ত্রিত বোলিংয়ে টুর্নামেন্ট জুড়েই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন শফিউল।

    এদিকে, সিলেট সিক্সার্সের হয়ে ৪ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন তরুণ পেসার এবাদত।

    এর মধ্যে সিলেটের শেষ ম্যাচেই পেয়েছেন চারটি উইকেট। এছাড়া ৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে বিসিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি।

    নিউজিল্যান্ড সফরে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।

    পাঁচ দিনের প্রথম টেস্ট ম্যাচ শুরু ২৮ ফেব্রুয়ারি। পরের দুটি টেস্ট মাঠে গড়াবে ৮ ও ১৬ মার্চ।

    বিএম/রনী/রাজীব