নয় বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল

    বিএম ডেস্ক: ডাকসু নির্বাচনকে সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা বাড়াতে দীর্ঘ ৯ বছর পর মধুর ক্যান্টিনে গেল ছাত্রদল।

    সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে মধুর ক্যান্টিনে এসেছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।

    বুধবার বেলা পৌনে এগারোটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকের নেতৃেত্বে প্রায় ৩০ জন ছাত্রদলের নেতাকর্মী মধুর ক্যান্টিনে আসে।

    তার আগেই মধুর ক্যান্টিনে হাজার খানেক নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

    নিজেদের নেতাকর্মীদের নিয়ে এসময় মধুর ক্যান্টিনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ বামজোটের নেতাকর্মীরা।

    ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল ছাত্র সংগঠনের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। পরে তারা তাদের কর্মীদের নিয়ে ছাত্রলীগের পাশের টেবিলেই বসেন।

    পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের পক্ষ থেকে পুনঃতফসিলের পাশাপাশি ভোটকেন্দ্র হলের বাইরে করা, ভোটার হওয়ার বয়সের যে প্রতিবন্ধকতা তা প্রত্যাহার, ডাকসুর সভাপতির যে অগণতান্ত্রিক ক্ষমতা তার ভারসাম্যের দাবিসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।

    ২৮ বছর পর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর নির্বাচন। নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা।

    বিএম/রনী/রাজীব