ফজলে করিম চৌধুরী পুনরায় রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি

    বিএম ডেস্ক: একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

    কমিটির সভাপতি হয়েছেন রাউজান সংসদীয় আসন (চট্টগ্রাম-৬) থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এবিএম ফজলে করিম চৌধুরী।

    দশম জাতীয় সংসদেও তিনি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

    সংসদ নেতার পক্ষে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে সংসদীয় কমিটির সভাপতি ও সদস্যদের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

    এই কমিটির সদস্যরা হলেন- রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), আসাদুজ্জামান নূর (নিলফামারি-২), শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), মো. শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), মো. সাইফুজ্জামান (মাগুড়া-১), এইচএম ইব্রাহিম (নোয়াখালী-১), নাসিমুল আলম চৌধুরী (কুমিল্লা-৪), গাজী মো. শাহনেওয়াজ (হবিগঞ্জ-১)।

    বিএম/রনী/রাজীব