অ্যানিমেশন সিনেমায় জয়া

    বিনোদন ডেস্ক : অভিনয়শিল্পী জয়া আহসান প্রশংসিত দর্শকের কাছে। দেশের দর্শকের কাছে তিনি যতটা পছন্দের, দেশের বাইরের ঠিক ততটাই।

    ভিন্নধর্মী কোনো নাটক, চলচ্চিত্র এবং গানের খোঁজ পেলে সেটার অকপটে প্রশংসা করেন। নিজের ফেসবুকে শেয়ার করেন। নিজের মন্তব্যও প্রকাশ করেন।

    তরুণ নিমার্তা ওয়াহিদ ইবনে রেজার অ্যানিমেশন সিনেমারও প্রশংসা করতে কোনো কার্পণ্য করেননি দেশের এই সু–অভিনেত্রী। শুধু তাই নয়, এই নির্মাতাকে উৎসাহ জোগাতে তাঁর অ্যানিমেটেড সিনেমার অংশও হচ্ছেন তিনি। ‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছেন জয়া আহসান।

    মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অ্যানিমেশন ছবি তৈরি করছেন ওয়াহিদ ইবনে রেজা। তিনি জানান, ‘ছবিটি বাস্তব কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে। যেহেতু আমার বাবার জীবনের গল্প থেকে এটি লেখা হয়েছে, তাই ব্যক্তিগতভাবে এই ছবি আমার জন্য দারুণ গুরুত্ব বহন করে।

    ছবিতে দেখা যাবে ধ্রুব ও আক্কু নামে দুই বন্ধুর গল্প, যারা একসঙ্গে মুক্তিযুদ্ধের সময় অনেক রোমহর্ষক ঘটনার পর প্রাণে বেঁচে যায় এবং যোগ দেয় যুদ্ধে।’

    বিএম/রনী/রাজীব