ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা,অল্পের জন্য রক্ষা পেল টাইগাররা

    বিএম ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। ওই মসজিদে বাংলাদেশ দলের তামিম ইকবালসহ কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তারা নিরাপদে রয়েছেন।

    ক্রাইস্টচার্চ শহরের হাগলি পার্ক মুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে আজ শুক্রবার এই হামলার ঘটনা ঘটে।

    নিউজিল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজ শুরু হওয়ার একটু আগে অথবা নামাজ চলাকালে দুইজন অস্ত্রধারী মসজিদ এলাকায় গুলিবর্ষণ শুরু করে। এতে ৬ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। মসজিদের ভেতরে থাকা ব্যক্তিদের সেখানে থাকারই পরামর্শ দিয়েছে পুলিশ।

    বাংলাদেশের ক্রিকেটাররা জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশের আগে গুলির শব্দ শুনে ফিরে আসেন। যে মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সেটি হ্যাগলি পার্কের কাছেই অবস্থিত, যেখানে আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

    বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে জানান, বাংলাদেশ দলের সবাই নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

    টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বর্তমানে ক্রাইস্টচার্চে অবস্থান করছেন।

    বিএম/রনী/রাজীব