বনানী ট্রাজেডি : আরো এক জনের মৃত্যু, নিহত ২৬

    বিএম ডেস্ক : রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবু হেনা মোস্তফা কামাল (৪১) নামে আহত আরও একজন শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    মোস্তফা কামালের বাবার নাম আবদুল মতিন। তার বাসা ২৩৩, কচুক্ষেত, পুরান বাজার ভাষানটেকে। তিনি এফআর টাওয়ারের ১১তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।

    এনিয়ে এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। গত বৃহস্পতিবার ওই বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন।

    ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আবু হেনা মোস্তফা কামাল মারা যান বলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক সাংবাদিকদের জানিয়েছেন।

    উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

    ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও ৭০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

    সূত্র জানায়, ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

    বিএম/রনী/রাজীব