বিমান বন্দরের নিরাপত্তা আরও বাড়ানো হবে

    বিএম ডেস্ক : শনিবার রাজধানীর মনিপুরীপাড়ায় নিজ বাসভবনে তেজগাঁও প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়ানো হবে, সেই সাথে অস্ত্র নিয়ে যারা বিমানবন্দরে প্রবেশ করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘প্রাথমিক শিক্ষাই হচ্ছে জীবন গড়ার মূল ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে।’

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও এর গুণগত মান উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী সচেষ্ট রয়েছেন বলেই দেশের মানুষের শিক্ষার হার বাড়ছে। আগামী ২০৩০ সালের আগেই শিক্ষার হার শতভাগে উন্নীত হবে।’

    তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩৭ হাজার ১৭৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৩৫টি রেজিস্টার্ড, নন-রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন।’

    নারী শিক্ষার উন্নয়নেও প্রধানমন্ত্রী অনন্য ভূমিকা রেখে চলেছেন দাবি করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আর কোনও সরকার এগুলো করেনি। তাই শিক্ষকদের আরও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে।’

    বিএম/রনী/রাজীব