ব্যবহারের উপযোগীতা হারিয়েছে এফআর টাওয়ার

    বিএম ডেস্ক : ঢাকার বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে তাই ভবনটি ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    আজ দুপুরে এফ আর টাওয়ার পরিদর্শন শেষে বুয়েট ও রাজউকের সমন্বয়ে গঠিত তদন্ত টিমের সদস্য, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের একথা বলেন।

    অধ্যাপক মেহেদী বলেন, দুর্ঘটনায় এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে। ভবনের ভেতরের কলাম ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ঠিক করতে অন্তত পাঁচ মাস লাগবে।ভবনে জরুরি নির্গমন পথ ছিল খুবই অপ্রশস্ত। একটি ফ্লোরে ফায়ার ডোর ছিল। আরও বেশ কিছু জায়গায় ত্রুটি রয়েছে। এগুলো সংশোধন ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না।

    রাজউকের প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ হেলালী বলেন, ১৮ তলা ভবনটি ২৩ তলা করায় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তা খতিয়ে দেখতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

    কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক, রাজউকের প্রধান প্রকৌশলী ও সচিব (উন্নয়ন) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রয়েছেন।

    বিএম/রনী/রাজীব