মেক্সিকোতে বন্ধুকধারীদের গুলিতে নিহত ১৫

    বিএম ডেস্ক : মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার ভোরে গুয়ানাজুয়াতোর রাজ্যের সালামানকা শহরে এ ঘটনা ঘটে।

    দ্য খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের আগেলা প্লায়া মেনজ ক্লাবের সামনে তিনটি ভ্যানে করে একদল অস্ত্রধারী আসেন। এর পর ক্লাব প্রাঙ্গনে গুলি চালাতে শুরু করেন তারা। এতে নাইট ক্লাবের ভেতরে থাকা মানুষ নিহত হন।

    গোলাগুলির পর পাওয়া এক ভিডিওতে দেখা যায়, নাইটক্লাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ।

    গুয়ানাজুয়াতোর প্রসিকিউটর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নাইট ক্লাবের ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন প্রাণ হারান হাসপাতালে যাওয়ার পর।

    ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে সালামানকা শহরের তেল মজুদের দখল নিয়ে একাধিক সশস্ত্র চক্র সক্রিয় রয়েছে। চলতি সপ্তাহেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ এই স্থানীয় চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

    বিএম/রনী/রাজীব