স্থগিত থাকা লোহাগাড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ

    চট্টগ্রাম মেইল : আগামী ৩১ মার্চ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে তৃতীয় ধাপে দক্ষিন চট্টগ্রামের স্থগিত থাকা উপজেলা লোহাগাড়ার ভোটগ্রহণ।

    ইসির নির্দেশনা অনুযায়ী নতুন ভোট গ্রহনের তারিখ ঘোষণা করার তথ্যটি নিশ্চিত করেছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

    ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে গতকাল রবিবার ২৪ মার্চ দক্ষিণ চট্টগ্রামের ৬ উপজেলার মধ্যে লোহাগাড়াতেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ব্যালট পেপার জটিলতায় গত ২২ নির্বাচন কমিশন থেকে পাঠানো এক নির্দেশনায় এ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

    নানা জল্পনা কল্পনার অবসান হয়ে আগামী ৩১ মার্চ নতুন ভাবে ভোট গ্রহণের তারিখ নির্ধারন হওয়ায় খুশির জোয়ার উঠে উপজেলার ভোটারদের মাঝে।

    ১ লক্ষ ৯০ হাজার ৪৭২ জন ভোটার ৬১ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে প্রায় এক ডজন প্রার্থীর মধ্য থেকে থেকে তিনটি প্রিয় মুখ বাচাই করবে।

    এর আগে গত ২২ মার্চ শুক্রবার চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানিয়েছে ২৪ মার্চ লোহাগাড়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে না।

    কারণ হিসেবে তিনি বলেন, লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হক পিয়ারুর প্রার্থীতা বাতিল হওয়ার পরও ব্যালটে তার মোটরসাইকেল প্রতীক ছাপানো হলে দোয়াত কলম প্রার্থী এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত তা আমলে নিয়ে নির্বাচন স্থগিতের আদেশ দেন।

    ২৪ মার্চ উচ্চ আদালতে সিভিল পিটিশন ফর টু আপিল বিভাগের আদেশ যথাযথ ভাবে পালনার্থে রিটার্নী অফিসার কর্তৃক প্রতিদ্বন্ধি প্রার্থীর তালিকা সংশোধন পূর্বক আগামী ৩১ মার্চ রোববার লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলদেশ নির্বাচন কমিশন।

    বিএম/রাজীব সেন…