বুর্জ খলিফায় জাসিন্ডার ছবি প্রদর্শন

    আন্তর্জাতিক ডেস্ক : হিজাব পরা অবস্থায় একজন মুসলিম নারীকে আলিঙ্গনরত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর জাসিন্দা আরডার্নের বিশাল একটি ছবি বিশ্বের সবচেয়ে উচু দালান দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হচ্ছে। ছবিটির ক্যাপসন দেয়া হয়েছে ‘শান্তি’।

    ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ক্ষতিগ্রস্থ শ্রদ্ধা এবং মুসলমানদের প্রতি সহমর্মিতার জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডাকে সম্মান জানাতে সংযুক্ত আরব আমিরাতের জনগণ ও সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

    ক্রাইস্টচার্চে হামলা পর প্রধানমন্ত্রী জেসিন্ডা যেভাবে মুসলমানদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন টুইটারে বার্তায় তার প্রশংসা করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল-মাকতুম। তিনি লিখেছেন, ‘বিশ্বকে নাড়িয়ে দেওয়া সন্ত্রাসী হামলার পর মুসলিমদের প্রতি সহমর্মিতা ও সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তিনি বিশ্বের প্রায় দেড় শ কোটি মুসলিমের কাছ থেকে সম্মান আদায় করে নিয়েছেন।’

    বিএম/রনী/রাজীব