ডিএনসিসি মার্কেট বহুতল হওয়া দরকার : হানিফ

    বিএম ডেস্ক : ব্যবসায়ীদের স্বার্থে ডিএনসিসি মার্কেট বহুতল হওয়া দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

    শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের আগুনে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে একথা বলেন হানিফ।

    হানিফ বলেন, ডিএনসিসির এ মার্কেট আন্তর্জাতিকমানের হওয়ার কথা ছিলো, কিন্তু কেন হয়নি, আমার তা বোধগম্য নয়। বারবার যেহেতু এখানে অগ্নিকাণ্ড ঘটছে, তাই ব্যবসায়ীদের স্বার্থে এ মার্কেট বহুতল হওয়া দরকার।

    তিনি আরো বলেন, ব্যবসায়ী সমিতির সঙ্গে মেয়র (আতিকুল ইসলাম) বসবেন। উভয়পক্ষ বসে এর একটি সমাধান করা হবে।

    এসময় তার সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    শনিবার ভোরে গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে প্রায় ১৮০ দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর টিম কাজ করে। তবে কোনো প্রাণহানির খবর মেলেনি।

    বিএম/রনী/রাজীব