রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনা : স্বামী সন্তান হারিয়ে চিকিৎসাধিন মা, আহত সিএনজি চালক

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে স্বামী আব্দুল আজিজ (৫০) ও তিন বছর বয়সী মেয়ে আফিসা। স্বামী সন্তান হারিয়ে একই ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে আফিসার মা তাহেরা বেগম। এছাড়ায় গুরুতর আহত হয়ে সিএনজি অটো রিক্সা চালক কাঞ্চনও হাসপাতালে চিকিৎসাধিন।

    রবিবার সকাল ১০টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকার সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে পাজেরো জিপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনাটি ঘটে।

    রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ ভূঁইয়া সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টার সময় কাপ্তাইমুখী লামা উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপ ও চট্টগ্রামমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর চারজনকে স্থানীয় ও পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রবিবার বেলা ১১টার একটু পর রাঙ্গুনিয়া শান্তিরহাটে পাজেরো জিপ ও সিএনজির সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে চমেক হাসপাতালে আনা হলে তাৎক্ষনিক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    পরে গুরুতর আহত অবস্থায় আজিজের মেয়ে আফিসা, স্ত্রী তাহেরা বেগম ও সিএনজি চালক কাঞ্চনকে ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক। চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে মারা যায় আব্দুল আজিজের মেয়ে আফিসাও। অপর দুজন এখন চিকিৎসাধিন বলে জানান আলাউদ্দিন।

    নিহত আব্দুল আজিজ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ২ নম্বর ওয়ার্ডের নেছার আহমদের ছেলে। তাছাড়া এ ঘটনায় আহত সিএনজি অটোরিকশা চালক কাঞ্চন দাশ একই উপজেলার ইছাখালীর নির্মল দাশের ছেলে বলে চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়।

    বিএম/রাজীব সেন…