আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

    বিশ্বকাপ

    ক্রীড়া ডেস্ক : আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

    আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে দেশটির সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে স্কোয়াড ঘোষণা করেন ক্রিকেট সাউথ আফ্রিকার সভাপতি ক্রিস নানজানি।

    বরাবরের মতোই অভিজ্ঞদের প্রাধান্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দলে রয়েছেন সবচেয়ে অভিজ্ঞ ওপেনার হাশিম আমলা। এছাড়াও মিলার, ডুমিনি, ইমরান তাহির,ডেইল স্টেইনরাও আছেন দলে।

    অভিজ্ঞদের সাথে তরুন কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, প্রিটোরিয়াস,নর্টজি, মার্কারাম লুঙ্গি এনগিদিরাও আফ্রিকার হয়ে মাতাবেন বিশ্বকাপ।

    উল্লেখ্য,নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, ইংল্যান্ডের, শ্রীলঙ্কার পর ৭ম দল হিসাবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা।

    বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ
    ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), জে পি ডুমিনি, ডেভিড মিলার, কুইন্টিন ডি কক, ইমরান তাহির, হাশিম আমলা, ডুয়াইন প্রিটোরিয়াস, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, এইডেন মার্কারার, তাবরিজ শামসি, এন্ডল ফেহলাকুয়ে, এনব্রিচ নর্টজি ও ডেইল স্টেইন।

    বিএম/রনী/রাজীম

    আরো খবর:: স্মিথ-ওয়ার্নারকে নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা