আবেদনের প্রেক্ষিতে খালেদার প্যারোলে মুক্তি বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএম ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিবেচনা করা হবে।

    শনিবার (৬ এপ্রিল) জামালপুরের দেওয়ানগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

    জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। কারাগারে থাকাকালীন আরও একটি মামলায় তার সাজা হয়। দুটি মামলায় মোট ১৭ বছরের সাজা হয় বিএনপি প্রধানের। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত সোমবার তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। এর মধ্যেই তার প্যারোলে মুক্তির বিষয়টি আলোচনায় আসে। চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদার প্যারোলে মুক্তির বিষয়টি ভেবে দেখা হবে।

    এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বেলা ১১টায় দেওয়ানগঞ্জে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী।

    বিএম/রনী/রাজীব