ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

    ক্রীড়া ডেস্ক : আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর জন্য ইয়ন মরগানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্বাগতিকদের দলে বড় চমক টম কারান। নেই আলোচিত জোফরা আর্চার।

    আজ (১৭ এপ্রিল) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বিশ্বকাপ ২০১৯ এর জন্য দল ঘোষণা করে।

    সর্বশেষ হালনাগাদকৃত আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে আছে ইংল্যান্ড। স্বাগতিক ও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে এই বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই খেলবে ইংলিশরা। আজ ঘোষিত ইংলিশদের দলটিও যথেষ্ট শক্তিশালী।

    বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ ইংল্যান্ডের। জেসন রয়, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, ইয়ন মরগান, জস বাটলার, জো রুটদের নিয়ে সাজানো শক্তিশালী টপ অর্ডার। শেষের দিকে দ্রুত রান তোলার জন্য আছেন বেন স্টোকস, মঈন আলিরা।

    ইংল্যান্ডের স্পিন বিভাগ সামলাবেন মঈন আলি, জো ডেনলি, আদিল রাশিদ। ডেনলি লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও বড় ভূমিকা রাখাতে পারেন।

    স্বাগতিকদের পেস আক্রমণের দায়িত্ব থাকবেন মার্ক উড, ক্রিস ওকস, ডেভিড উইলি। সেই সাথে আছেন অলরাউন্ডার বেন স্টোকস। সুযোগ পেয়েছেন পেসার টম কারান।

    ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হবে উদ্বোধনী ম্যাচেই। আগামী ৩০ মে এবারের আসরের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা।

    ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
    ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, বেন স্টোকস, জস বাটলার, জো রুট, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, মার্ক উড, জো ডেনলি, লিয়াম পাঙ্কেট, টম কারান।

    বিএম/রনী/রাজীব