জিপিএইচ ইস্পাতে ফের শ্রমিকের মৃত্যু

    জিপিএইচ ইস্পাতে ফের শ্রমিকের মৃত্যু

    সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ছোট কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানাতে আবারও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে ক্রেন দিয়ে ট্রাকে প্লেট তোলার সময় কর্মরত অবস্থায় মাথায় প্লেটের আঘাত লেগে তার মৃত্যু হয়।

    নিহত শ্রমিকের নাম পুলক সেন (৩৮)। তিনি উপজেলার সোলতানা মন্দির এলাকার নির্মল সেনের পুত্র।

    সূত্রে জানা যায়, কাজ করা সময় প্লেটের আঘাতে পুলক সেন গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অন্যান্য শ্রমিকরা। সেখানে তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বলেন, সকালে জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় ক্রেন দিয়ে আরেকটি গাড়িতে প্লেট তোলার সময় এক শ্রমিক মাথায় আঘাত পেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যায়। এব্যাপারে মামলা দায়েরসহ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

    উল্লেখ যে, গতকাল বুধবারও জিপিএইচ ইস্পাত কারখানাতে মাথায় রড পড়ে রনভির বর্মন (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

    স্থানীয় এলাকাবাসী জানান, এখানে শ্রমিকদের কাজের কোন নিরাপত্তা নেই। যার ফলে বার বার দূর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে নিরীহ শ্রমিকরা। গত বছরও এই কারখানাতে বেশ কয়েকজন শ্রমিক কাজ করার সময় মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

    বিএম/কামরুল ইসলাম দুলু/রাজীব..

    আরো খবর : সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে শ্রমিকের মৃত্যু