জয়পুরহাটের কয়া সীমান্তে ১,১৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার

    বিএম ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১,১৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা।

    আজ শুক্রবার (৫ এপ্রিল) ভোরে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

    পাঁচবিবি উপজেলার কয়া ক্যাম্প কমান্ডার মোকলেছুর রহমান জানান, শুক্রবার সকালে ভারত থেকে মাদক চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ্য পথে বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে দেশে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রামভদ্রপুর মাঠের মধ্যে ওঁৎ পেতে থাকেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়।

    পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ১৬৬ বোতল ফেনসিডিল পাওয়া গেলে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল গুলোর সিজার মূল্য প্রায় ৪ লক্ষ ৬৭ হাজার টাকা হবে বলেও জানান বিজিবি ক্যাম্প কমান্ডার।

    বিএম/রনী/রাজীব