টিভি নাটক প্রযোজকদের সভাপতি ইরেশ সম্পাদক সাজু

    বিনোদন ডেস্ক : অনুষ্ঠিত হলো টেলিভিশন নাটকের প্রযোজকদের সংগঠন টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) দ্বি-বার্ষিক নির্বাচন।

    গতকাল রাজধানীর গুলশান ১-এ অবস্থিত ইমানুয়েল কনভেনশন হলে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

    দ্বি-বার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইরেশ যাকের। ১০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুনতাসির মামুন সাজু।

    এছাড়া তিনটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল (১১১), জহির আহমেদ (৯৭), আনসারুল আলম লিংকন (৭৭)।

    যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রেজাউল হক রেজা (৮৯), সৈয়দ ইরফান উল্লাহ (৮৬)।

    সংগঠনটির গঠনতন্ত্রে প্যানেল করার নিয়ম না থাকায় সমমনা প্রার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়ছেন। দুই জোটে প্রার্থী সংখ্যা ছিল ৫৪ জন। তার বিপরীতে ভোটার সংখ্যা ১৭৯। একটি জোটে ইরেশ যাকের-মুনতাসির মামুন সাজু। অন্যজোটে মনোয়ার হোসেন পাঠান-মুজিবুর রহমান মুজিব প্রতিদ্বন্দ্বিতা করেন।

    এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ হাসান ইমাম। তার সহযোগী কমিশনার হিসেবে ছিলেন এসএম মহসিন ও খায়রুল আলম সবুজ।

    বিএম/রনী/রাজীব