পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্য-ভূমিমন্ত্রী জাবেদ

    আনোয়ারা প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বৈশাখী উৎসব উদযাপিত হয়। রবিবার দুপুর ১২টা থেকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

    উপজেলা ফায়ার সার্ভিস মোড় হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে, আনোয়ারা সরকারি স্কুল মাঠে এসে শেষ হয়। পরে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়।

    বিকেলে আমন্ত্রিত অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জমান চৌধুরী জাবেদ বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন স্কুলে যাত্রাপালা, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম চালু রাখয়ার নির্দেশ দেন।

    তিনি আগামী বছর থেকে পহেলা বৈশাখ আরো ব্যাপকভাবে পালন করার জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করার ঘোষনা দেন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী সহ প্রমুখ।

    আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বিএম/ফয়সাল/রাজীব…