পায়ের ইনজুরিতে মুস্তাফিজ

    ক্রীড়া ডেস্ক : কদিন পরই শুরু হবে ইংল্যান্ড-ওয়েলশ বিশ্বকাপ৷ ইতিমধ্যেই দল গুছিয়ে ফেলেছে দলগুলো৷ তবে ক্রিকেটারদের ইনজুরিসহ নানা কারণে ব্যাকফুটে বিসিবি। এবার দুঃসংবাদ হিসেবে যোগ হলো মুস্তাফিজের ইনজুরি। এর আগে থেকেই চোতে জর্জরিত মাহমুদউল্লাহ-সাইফউদ্দিনরা৷

    বুধবার শাইনপুকুরের হয়ে অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি।

    তবে মুস্তাফিজের ইনজুরি খুবএকটা গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি৷ আজ ডিপিএল চলাকালীন মিরপুরে আসেন মুস্তাফিজ৷ পায়ের ইনজুরি হওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বিসিবিতে আসেন তিনি৷ তাকে পরিক্ষানিরিক্ষা করে বিসিবির চিকিৎসক দু’সপ্তাহে জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷

    নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর বিশ্রাম নিয়ে ফিরেছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে। প্রথম ম্যাচেই শাইনপুকুরের জার্সিতে দ্যুতি ছড়ান। দারুণ বোলিংয়ে তুলে নেন ৩ উইকেট। বৃহস্পতিবার মিরপুরে খেলাঘরের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তার। চোটের কারণে ম্যাচটি খেলা হয়নি তার।

    এদিকে আগামি সপ্তাহে বিশ্বকাপ দল ঘোষণা করার কথা বিসিবি৷ যেহেতু মুস্তাফিজ বিশ্বকাপ দলে মোটামুটি নিশ্চিতই তাই চিন্তার ভাঁজ পরেছে নির্বাচকদের কপালে । কিন্তু এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেননি দায়িত্বশীল কেউই৷

    বিএম/রনী/রাজীব