বান্দরবানে ১৩ এপ্রিল থেকে মাহা সাংগ্রাইং পোয়ে

    বিএম ডেস্ক : পার্বত্য জেলা বান্দরবানে ১৩ এপ্রিল থকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বর্ষবরণের উৎসব মাহা সাংগ্রাইং পোয়ে।

    চার দিনব্যাপী এ উৎসবে থাকছে মঙ্গল শোভাযাত্রা, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধমূর্তি স্নান, পিঠা তৈরি উৎসব, ঐতিহ্যবাহী খেলাধুলা, তৈলাক্ত বাঁশ আহরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণ।

    শনিবার (৬ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদ।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানকে উৎসবমুখর করতে মারমা ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্টির জাতিগোষ্ঠী অংশ নেবে।

    শহরে রাজার মাঠে মারমাদের এই বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

    এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান মাহা সাংগ্রাইং পোয়ে উৎসব উদযাপন পরিষদের সভাপতি হ্লাএমং মারমা, সাধারণ সম্পাদক কোকোচিং মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন।

    বিএম/রনী/রাজীব