বাস চাপায় নিহত আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ বহাল

    বিএম ডেস্ক : বাসচাপায় বিইউপি’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

    মঙ্গলবার (০৯ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ খারিজ করে এ আদেশ দেন।

    এর আগে ২০ মার্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২০ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দিয়েছিলেন। রুলে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। এর বিরুদ্ধে সুপ্রভাত পরিবহন আপিল বিভাগে আবেদন করেন।

    আদালতে রিটটি দায়ের করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ২০ মার্চ তিনি বলেন, সাতদিনের মধ্যে আবরারে পরিবারকে জরুরি খরচ বাবদ ১০ লাখ টাকা দেওয়ার জন্য সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    ১৯ মার্চ সকালে প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

    বিএম/রনী/রাজীব