বিমানের টয়লেটে মিলল ১০ কোটি টাকা মুল্যের ২০০ স্বর্ণের বার

    স্বর্ণের বার

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি বিমানের টয়লেট থেকে উদ্ধার হয়েছে ১০ কোটি টাকা মুল্যের ২শ স্বর্ণের বার।

    আজ ৮ এপ্রিল সোমবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি১২৮ ফ্লাইটের টয়লেট থেকে এসব স্বর্ণবার উদ্ধার করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তারা জানিয়েছে উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২২ কেজি ৪শ’ গ্রাম।

    গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে জানান কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মারুফ।

    তিনি বলেন প্রায় ১০ কোটি টাকা স্বর্ণবার উদ্ধারের সময় এর প্রকৃত মালিককে পাওয়া না গেলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজন টেকনিশিয়ান ও একজন ক্লিনারকে আটক করা হয়েছে।

    বিএম/রাজীব সেন

    আরো পড়ুন:: আন্তর্জাতিক বিমানের ইঞ্জিন বিকল : ঢাকার বদলে চট্টগ্রামে অবতরণ