ভাটিয়ারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা আরতি’র বিদায় সংবর্ধনা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ৯ নং ইউনিয়নের ভাটিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরতি রায় এর বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    দীর্ঘ প্রায় ৩৭ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন ভাটিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষিকা আরতি রায়। তিনি ভাটিয়ারী এলাকার উমাকান্ত রায় বাড়ীর শ্যামাকান্ত রায় ও স্বগীয় ইছামতি রায়ের প্রথম সন্তান।

    ১৯৭৫ ইং সালে মাধ্যমিক পাশ করে এবং ১৯৭৮ সালে প্রাইমারী ট্রেনিং ( পিটিআই) শেষ করে ১৯৮২ সালের ২৯ শে জানুয়ারী ভাটিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

    ১৯৮২ সাল থেকে ২০১৯ সালের ১৯ এপ্রিল দীর্ঘ প্রায় ৩৭ বছর ধরে মানুষ গড়ার কারিগর হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।

    শনিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।

    বিশেষ অথিতি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব হারুন আল রশিদ, মোঃ আলাউদ্দিন, ইউপি সদস্য কামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হুমায়ুন কবির, প্রভাষক মোঃ নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষিকা নুর জাহান বেগম।

    এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নন্দন রায়, কামরুল ইসলাম দুলু, সাইফুল মাহামুদ, আওয়ামী লীগ নেতা মোঃ জাফর প্রমুখ।

    বিএম/কামরুল/রাজীব..