ভিলিয়ার্স ঝড়ে ব্যাঙ্গালুরুর জয়

    ক্রীড়া ডেস্ক : নিজেদের দ্বিতীয় দেখাতেও পাঞ্জাবকে ১৭ রানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে ২০২ রানের বিশাল সংগ্রহের পর পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাঞ্জাবকে ১৮৫ রানে আটকে দিয়ে টানা তিন ম্যাচ জিতলো কোহলিরা।

    বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি পাঞ্জাবের। ১০ বলে শুরুতে ২৩ রান করে গেইল ফিরলেও আগারওয়াল-রাহুলের ব্যাটে ৯ ওভারেই দলী শতক পার তরে পাঞ্জাব। কিন্তু তাদের বিদায়ের পর পুরান একদিক আগলে রাখলেও একের পর এক উইকেটে হারাতে থাকে অশ্বিনরা। শেষ দিকে ২৮ বলে ৪৬ করে পুরান বিদায় নিলে ৭ উইকেট হেরে ১৮৫ রানে থামে পাঞ্জাবের ইনিংস

    ব্যাঙ্গালুরুর হয়ে উমেশ যাদভ ৩ টি এবং নভদিপ সাইনি সর্বোচ্চ ২ টি উইকেট নেন।

    এর আগে নিজেদের মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে কোহলিকে হারালেও ব্যাঙ্গালুরুকে দুর্দান্ত শুরু এনে দেন আরেক ওপেনার পার্থিব প্যাটেল। ডি ভিলিয়ার্সের সাথে গড়েন দারুন জুটিম পাওয়ারপ্লেতে যোগ করেন ৭০ রান।

    তবে এরপরই ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান প্যাটেল। কিন্তু বাকিটা রাঙালেন ডি ভিলিয়ার্স। দ্রুতই মইন আলী, নাথ ফিরলেও ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন এবি ডি। তবে তাকে দারুনভাবে সঙ্গ দেন মার্কাস স্টয়নিস। ৩৫ বলে অর্ধশতক করেন ডি ভিলিয়ার্স। দুজনে গড়েন ১২৩ রানের অপরাজিত জুটি।

    ফিফটির পরের ৯ বলে ৩২ রান যোগ করেন ভিলিয়ার্স। আর শেষ ওভারের তিন বলে ১৬ রান যোগ করেন স্টয়নিস। মি.৩৬০ এর ৪৪ বলে অপরাজিত ৮২ এবং স্টয়নিসের ৩৪ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেট হেরে ২০৪ রানের বিশাল পুজি গড়ে ব্যাঙ্গালুরু।

    পাঞ্জাবের হয়ে ভিলজয়েন, দুই অশ্বিন ও শামি ১ টি করে উইকেট নেন।

    সংক্ষিপ্ত স্কোর

    বেঙ্গালুরু ২০২/৪ (২০ ওভার)
    ডি ভিলিয়ার্স ৮২, স্টয়নিস ৪৬, পার্থিব ৪২
    অশ্বিন ১৫/১১, মুরুগান ৩১/১

    পাঞ্জাব ১৮৫/৭ (২২০ ওভার)
    পুরান ৪৬, লোকেশ ৪২, মায়াঙ্ক ৩৫
    উমেশ ৩৬/৩, সাইনি ৩৩/২

    ফল: বেঙ্গালুরু ১৭ রানে জয়ী।

    বিএম/রনী/রাজীব