মাদ্রাসাছাত্রী নুসরাতের খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

    মাদ্রাসাছাত্রী নুসরাতের খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

    চট্টগ্রাম মেইল : ফেনীর সোনাগাজীতে আগুন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে সংস্কৃতি কর্মীরা।

    দুপুরে নগরির শিল্পকলা একাডেমির সামনে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সংগঠকরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন ।

    প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হোসাইন কবির, শিল্পকলা একাডেমির নির্বাহি সদস্য ও নাট্যশিল্পী কংকন দাশ সহ সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা।

    প্রমার সভাপতি রাশেদ হাসান বলেন, দোষী ব্যাক্তিরা যদি শাস্থি না পায়, তারা যদি সমাজে বুক উঁচিয়ে ঘুরে বেরায় এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের এবং এর চাইতে অসম্মানের কিছুই হতে পারেনা। যেকোন মূল্যে এ নৃশংসতার বিচার দাবী করছি।

    মানববন্ধনে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, নুসরাত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে আমরা কোন সমাজে বসবাস করছি। নুসরাত আমাদের কাছে ম্যাসেজ রেখে গেছে যে আমরা বিচারহীনতার মধ্যে আর বাঁচতে চাই না। আমরা অবশ্যই চাইবো এ সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সে কুখ্যাত সে ধর্ষকের যেন ফাঁসি হই।

    বিএম/রাজীব..